গতকাল রবিবার, ১৩ জুলাই বিকেল ৩ টায় চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলজিইডি ভবন মিলনায়তনে বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল্লাহ আল নোমানের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করে, গণতন্ত্র ধ্বংস করতে চায়, দেশে অস্থিরতা তৈরি করে তাদের ‘রাজনৈতিক দল’ বলা যায় না। তাদের ভূমিকা রাজনৈতিক দল নয়, বরং প্রেসার গ্রুপের মতো।
আমীর খসরু মাহমুদ বলেন, নির্বাচনকে যারা বাধাগ্রস্ত করতে চায়, গণতন্ত্রকে যারা ধ্বংস করতে চায়, অস্থিতিরতা সৃষ্টি করে দেশকে অশান্ত রাষ্ট্রে পরিণত করতে চায়—তাদের তো রাজনৈতিক দল বলা কঠিন। আপনি যদি রাজনৈতিক দল হয়েও নির্বাচনে যাবেন না, নির্বাচন যেতে চাইবেন না, নির্বাচন করতে দিবেন না, নির্বাচন যেতে দিবেন না; তাহলে তো আপনি প্রেসার গ্রুপের কাজ করছেন।
বিএনপির স্পষ্ট অবস্থান তুলে ধরে আমীর খসরু বলেন, ‘দেশের মানুষ যে নতুন স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন বিএনপিকেই দেখাতে হবে। যেটা দেখাচ্ছেন তারেক রহমান। উনি কোনো ব্যক্তিগত প্রতিক্রিয়া জানান না, বরং বিএনপির ভাবনা আর উদ্দেশ্যগুলোই ব্যক্ত করেন। যাদের বক্তব্যে অস্থিতিরতা, সম্মানহীনতা এবং সহনশীলতার অভাব রয়েছে। তার বিপরীতে বিএনপির রাজনীতি হচ্ছে— সহনশীলতা, সম্মান-স্বসম্মান, শান্তিপূর্ণ অবস্থান এবং দেশ ও মানুষের নতুন স্বপ্ন গড়ার প্রত্যয়।’
আব্দুল্লাহ আল নোমানের রাজনৈতিক জীবনের প্রশংসা করে আমীর খসরু বলেন, নোমান ভাই ছিলেন এক সত্যিকারের মাঠের রাজনীতিবিদ। ধাপে ধাপে উঠে এসে নেতাকর্মীদের সঙ্গে কাজ করে তাদের নেতৃত্ব দিয়েছেন। সুসময়ে ও দুঃসময়ে সবসময় তাদের পাশে থেকেছেন, দেশ-জাতির খেদমত করেছেন এবং দলকে সম্মানিত রেখেছেন। তিনি আন্দোলন-সংগ্রামে ভয়ভীতি উপেক্ষা করে নেতৃত্ব দিয়েছেন এবং দেশের উন্নয়নে কাজ করেছেন—যা একজন রাজনীতিবিদের মূল লক্ষ্য হওয়া উচিত। বাংলাদেশে আজকের দিনে নোমান ভাইয়ের মতো নেতা খুবই কম।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিমুর রহমানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আবদুস সাত্তার, বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী।
এতে উপস্তিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, সফিকুর রহমান স্বপন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহিন, শওকত আলম খাজা, ইয়াছিন চৌধুরী লিটন, আহম্মেদুল আলম চৌধুরী রাসেল, শিহাব উদ্দিন মুবিন, মন্জুর আলম চৌধুরী মন্জু, আহ্বায়ক কমিটির সদস্য এড. মফিজুল হক ভূঁইয়া, ইকবাল চৌধুরী, জয়নাল আবেদীন জিয়া, এম. এম হান্নান, এস. এম আবুল ফয়েজ, আবুল হাসেম, ইসকান্দর মির্জা, মুজিবুল হক, মো. সালাউদ্দিন, কামরুল ইসলাম, সৈয়দ শিহাব উদ্দীন আলম, আনোয়ার হোসেন লিপু, মামুনুল ইসলাম হুমায়ুন।