ক্ষেতলাল (জয়পুরহাট):
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার পৌর ভাসিলা গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী ভাসিলা ফোরকানিয়া ইবতেদায়ী মাদ্রাসার জমি পত্তন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত এই ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানটির ২০২৫-২৬ অর্থবছরের জন্য মোট ২৪০ শতাংশ জমি মধ্যে মাদ্রাসার স্থাপনা বাদে ২০০ শতাংশ জমি উন্মুক্ত ডাকে মাধ্যমে স্থানীয়দের মাঝে এক বছরের জন্য পত্তন দেওয়া হয়।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৩টায় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই উন্মুক্ত ডাকে এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সর্বোচ্চ ডাকদাতাদের মধ্যে ছিলেন মোঃ শহিদুল ইসলাম, খালেদুল ইসলাম, নূরুনবী, মাসুদ রানা ,আব্দুর রহিম(ভাসিলা) ও রুবেল(খুন্জার)।
প্রতিষ্ঠানটির দাতা প্রতিষ্ঠাতা ছিলেন মৃত মেছের উদ্দীন ও চনোমন বেওয়া। প্রতিষ্ঠার পর থেকে মাদ্রাসাটি ধারাবাহিকভাবে ধর্মীয় শিক্ষা প্রদান করে আসছে।
মাদ্রাসার প্রধান শিক্ষক মাহফুজুর রহমান ও জুনিয়র মৌলভী মোঃ আনিসুর রহমান জানান, শিক্ষার্থীদের মানউন্নয়ন এবং অবকাঠামো উন্নয়নে মাদ্রাসার পরিচালনা কমিটি অগ্রণী ভূমিকা রাখছে। বর্তমান সভাপতি ও সহ-সভাপতি সঠিক দিকনির্দেশনায় প্রতিষ্ঠান আরও এগিয়ে যাবে বলে আমাদের আশা।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল ওহাব সরদার ও সহ-সভাপতি মোঃ হানিফ সরদার বলেন, “প্রতিবছরের মতো এবারও স্বচ্ছতা বজায় রেখে উন্মুক্ত ডাকের মাধ্যমে জমি বরাদ্দ দেওয়া হয়েছে। পত্তন থেকে প্রাপ্ত অর্থ দিয়ে শিক্ষার্থী ও অবকাঠামো উন্নয়নে ব্যয় করা হবে।”