সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বর্তমানে আজারবাইজান সফরে রয়েছেন। এই সফরের সময় বাকুতে সিরীয় ও ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে একটি বিরল বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
বার্তাসংস্থা এএফপি-র প্রতিবেদন অনুযায়ী, শনিবার স্থানীয় সময় এই বৈঠকটি অনুষ্ঠিত হবে, তবে এতে শারা নিজে অংশ নেবেন না।
সূত্র বলছে,
“শারার সফরের ফাঁকে একজন সিরীয় কর্মকর্তা এবং একজন ইসরায়েলি কর্মকর্তার মধ্যে বৈঠকের আয়োজন করা হয়েছে।”
সম্পর্ক স্বাভাবিকীকরণের সম্ভাবনা
কূটনৈতিক মহলের ধারণা, এই বৈঠকের মূল আলোচ্য বিষয় হতে পারে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণ।
উল্লেখ্য, সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর, ইসরায়েল দেশটিতে শত শত বিমান হামলা চালায় এবং সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে।
অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট শারা এর আগে একাধিকবার বলেছেন,
“সিরিয়া প্রতিবেশী কারো সঙ্গেই সংঘাতে জড়াতে চায় না।”
মার্কিন প্রতিক্রিয়া
গত মে মাসে সৌদি আরবের রিয়াদে শারার সঙ্গে বৈঠকের পর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেন,
“আমি আশা করি সিরিয়াও সেই আরব রাষ্ট্রগুলোর দলে যোগ দেবে, যারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে।”
তিনি দাবি করেন,
“শারা ‘হ্যাঁ’ বলেছেন, তবে এটি বাস্তবায়নে এখনো অনেক কাজ বাকি।”
কৌশলগত প্রেক্ষাপট
আজারবাইজান বর্তমানে ইসরায়েলের অন্যতম প্রধান অস্ত্র আমদানিকারী এবং মধ্যপ্রাচ্যে দেশটির একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ঘাঁটি।
বিশ্লেষকরা মনে করছেন, বাকু একটি নিরপেক্ষ ভেন্যু হিসেবে সিরিয়া ও ইসরায়েলের মধ্যকার এই ধরনের সংলাপে ভূমিকা রাখতে পারে।