নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিটফোর্ড এলাকায় পাথর দিয়ে হত্যা করা লাল চাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে জড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (১৩ জুলাই) দুপুরে ঢাকা মহানগর উত্তরের ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন,
“কিছু রাজনৈতিক দল ওই ঘটনাকে বিএনপিকে কালার করা ও রংচং দেওয়ার চেষ্টা করছে। কিন্তু প্রশ্ন হলো, সেখানে বিএনপি জড়িত কোথায়?”
“দোষীদের দল থেকে আজীবনের জন্য বহিষ্কার”
রিজভী জানান,
“মিটফোর্ডের ঘটনায় বিএনপি বা অঙ্গসংগঠনের নামে যাদের নাম পাওয়া গেছে, তাদের রাতেই আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। বিএনপি একটি বড় দল, মাঝে মধ্যে কিছু দুষ্কৃতকারী ঢুকে পড়তে পারে। কিন্তু তাদের বিরুদ্ধে দল কখনোই কার্পণ্য করেনি।”
তিনি আরও বলেন,
“জিয়াউর রহমান যে আদর্শে দল গড়েছিলেন, সেখানে অপরাধীর রাজনৈতিক পরিচয় নয়, অপরাধটাই গুরুত্বপূর্ণ। অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।”
“প্রশাসন ব্যবস্থা না নিয়ে দায় চাপাতে চায়”
রিজভী অভিযোগ করে বলেন,
“আমি প্রশাসনকে বলেছি—অপরাধী যত প্রভাবশালী হোক, মামলা দিন, গ্রেপ্তার করুন। বিএনপি তার পক্ষ নেবে না। কিন্তু প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না। বরং চায় এই ধরনের ঘটনা বাড়ুক আর দায় চাপানো যাক বিএনপির ঘাড়ে।”
তিনি আরও বলেন,
“দলের ভেতরেও যাতে অপরাধীরা মাথাচাড়া না দিতে পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
- ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক,
- সদস্য সচিব মোস্তফা জামান,
- যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীরসহ অন্যান্য নেতারা।