পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে পাথর দিয়ে হত্যা করার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ শনিবার সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশের মানুষ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন আজও অপূর্ণ, বরং বাস্তবতা আরও নির্মম হয়ে উঠছে। বক্তারা বলেন, প্রস্তর যুগের মতো নিষ্ঠুরতা ও বর্বরতা আজকের বাংলাদেশে প্রকাশ্যে ঘটছে। যে ধরনের পাশবিকতা প্রাচীন জাহিলিয়াতের যুগে শোনা যেত, আজ তা আবারও ফিরেছে—এইবার আধুনিক সমাজের মুখোশের আড়ালে। সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ বলেন, “জুলাই এসেছে রক্তের বিনিময়ে, কিন্তু আমরা এখনো সেই রক্তের মূল্য দেইনি। আমরা যে নতুন বাংলাদেশের কথা বলি, সেই বাংলাদেশ গড়ার স্বপ্ন ও বাস্তবতার মধ্যে আকাশ-জমিন তফাত।” তিনি বলেন, “এই বর্বরতার বিরুদ্ধে এখনই না দাঁড়ালে আমাদের প্রতিটি অর্জন হুমকির মুখে পড়বে।” সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক হাসান ইনাম আজ শনিবার সন্ধ্যা সাতটায় শাহবাগ থেকে মশাল মিছিলের কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, এটি শুধু একটি হত্যার প্রতিবাদ নয়—এটি একটি বিকৃত রাজনীতি, দখলদার মনোভাব ও রাষ্ট্রীয় ব্যর্থতার বিরুদ্ধে জনরোষ প্রকাশের মিছিল। তিনি ব্যক্তি ও সংগঠনের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানান এবং জানান, শাহবাগের এই মিছিলে সব ছাত্র সংগঠন ও প্রগতিশীল প্ল্যাটফর্ম একসাথে চলার প্রস্তুতি নিচ্ছে। সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন এবং এই কর্মসূচিতে অংশগ্রহণের ঘোষণা দেন।
প্রবণতা
- ঘোড়াঘাটে ৫ কলোনী বাসীর মানববন্ধন
- কুমিল্লা মিডিয়া ফোরামের নতুন কমিটি গঠন
- বিজয়নগরে নানা আয়োজনে অভিযান এর ২৩ তম প্রতিষ্ঠাবাষির্কী উদযাপন
- ব্রাহ্মণবাড়িয়া’য় বিজিবির অভিযানে প্রায় ৫ কোটি টাকার পণ্য জব্দ
- সোহাগ হত্যার বিচারের দাবীতে ব্রাহ্মণবাড়িয়া’য় ছাত্রদের বিক্ষোভ
- কুবি শিক্ষককে আঙুল তুলে হুমকি, সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় অভিযোগ
- চট্টগ্রামে আলোচিত স্ত্রী হত্যামামলার প্রধান আসামি র্যাব এর হাতে বিজয়নগরে আটক
- জীবন্ত কিংবদন্তী, নোবেল বিজয়ী কবি ও বিপ্লবী রাজনীতিক কমরেড পাবলো নেরুদা বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ও প্রভাবশালী লেখক