বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের (SEARO) আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। ১১ জুলাই থেকে সিদ্ধান্তটি কার্যকর হয়েছে বলে WHO-এর মহাপরিচালক টেডরস আধানম গেব্রিয়েসুস এক অভ্যন্তরীণ বার্তায় নিশ্চিত করেছেন।
সায়মার অনুপস্থিতিতে WHO-এর সহকারী মহাপরিচালক ডা. ক্যাথারিনা বোহমে দায়িত্ব পালন করবেন। তিনি আগামী ১৫ জুলাই নয়াদিল্লিস্থ আঞ্চলিক দপ্তরে যোগ দেবেন।
এর আগে চলতি বছরের মার্চ মাসে দুর্নীতি দমন কমিশন (দুদক) সায়মার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে। অভিযোগে বলা হয়, তিনি শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ভুয়া তথ্য দিয়েছেন, ভুয়া পদ দাবি করেছেন এবং বিভিন্ন ব্যাংক থেকে অনিয়মিতভাবে অর্থ গ্রহণ করেছেন।
দুদকের মামলায় উল্লেখ করা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অনারারি পদে থাকার দাবি করলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে। অভিযোগ অনুযায়ী, তিনি প্রায় ২.৮ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৩০ কোটি) অনিয়মিতভাবে গ্রহণ করেছেন, যা প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের আওতায় পড়ে।
সায়মা ওয়াজেদ ২০২৪ সালের জানুয়ারিতে WHO-এর আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন। তবে তার নিয়োগ নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল। অভিযোগ রয়েছে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব খাটিয়ে তিনি এই পদে আসীন হন।
বর্তমানে তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়নার কারণে তিনি আন্তর্জাতিক সফরও করতে পারছেন না।