তানভীর তুহিন, স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের সদরপুর উপজেলায় কয়েক দিনের টানা ভারী বর্ষণে নিম্নাঞ্চলের বিস্তীর্ণ কৃষি জমি পানিতে তলিয়ে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে বিশেষ করে আমন ধানের বীজতলা, সবজি ক্ষেত, মাছের ঘেরসহ বিভিন্ন কৃষি কার্যক্রমে ক্ষতির পরিমাণ বাড়ছে। ফলে স্থানীয় কৃষক ও দিনমজুর শ্রেণির মানুষ পড়েছেন চরম বিপাকে।
জানা গেছে, উপজেলার ঢেউখালী, আকোটেরচর, চরনাসিরপুর, ভাষাণচর, নারিকেল বাড়িয়া, চরবিষ্ণুপুর, চরমানাইর, কৃষ্ণপুর ও সদর ইউনিয়নের অধিকাংশ নিচু এলাকাগুলো অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। তবে সাম্প্রতিক টানা বর্ষণে এ বছর উঁচু জমিরও অনেক অংশ ডুবে গেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আমন ধানের বীজতলা, বেশিরভাগ ক্ষেতেই চারা নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন কৃষকেরা।
কৃষ্ণপুর ইউনিয়নের কৃষক মো. রাজ্জাক মোল্যা বলেন, আমরা অনেক কষ্ট করে আমনের বীজতলা প্রস্তুত করেছিলাম। এখন সব পানির নিচে। নতুন করে বীজতলা তৈরি করতে গেলে সময়ও লাগবে, খরচও হবে। আমাদের জন্য এটা অনেক বড় ধাক্কা।
ভাষানচর ইউনিয়নের কৃষক আমিনুল ইসলাম জানান, কয়েক দিনের বৃষ্টিতে আমার ১০ শতক মরিচের ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। এতে মরিচ গাছের গোড়া পচে সব নষ্ট হয়ে গেছে।
এ প্রসঙ্গে সদরপুর উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায় বলেন, কয়েক দিনের টানা বর্ষণে আমন ধানের বীজতলা ও সবজি ক্ষেত ডুবে গেছে। মাঠ পর্যায়ে আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছেন। আমরা তাদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পানি সরে গেলে কিছুটা হলেও ক্ষতি রোধ সম্ভব হবে।