মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় শুল্ক ফাঁকি দিয়ে মজুত করা বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। জব্দকৃত সিগারেটের বাজারমূল্য প্রায় ১১ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (৯ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানা পুলিশ উপজেলার ভানুগাছ বাজারের ‘ভাই ভাই স্টোর’ নামের একটি দোকানে অভিযান চালিয়ে এসব সিগারেট উদ্ধার করে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, দোকানঘরের ভেতর থেকে মোট ১ লাখ ১০ হাজার শলাকা বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে মো. সোহাগ মিয়া (৩২) ও মো. রাহী (১৯) নামে দুইজনকে হাতেনাতে আটক করা হয়। তারা দুজনেই কমলগঞ্জ উপজেলার বাসিন্দা।
জিজ্ঞাসাবাদে আটককৃতরা সীমান্ত এলাকা থেকে দীর্ঘদিন ধরে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই সিগারেট এনে বিক্রির কথা স্বীকার করেছে। জব্দকৃত মালামালের বিষয়ে তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।
পুলিশ জানায়, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে আসামিদের মৌলভীবাজার আদালতে পাঠানো হয়।
ওসি মাহফুজুল কবির আরও বলেন, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান চক্রের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান চলমান রয়েছে, ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।