নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরে ৭০ দিনব্যাপী “ওয়েল্ডিং ৬জি প্রশিক্ষণ” এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে আনসার-ভিডিপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র দিনাজপুরে এ অনুষ্ঠান হয়।
আনসার বাহিনীর মহাপরিচালকের উদ্যোগে চালু হওয়া এই নতুন প্রশিক্ষণ কর্মসূচি কর্মসংস্থানমুখী দক্ষতা অর্জনের একটি বড় ধাপ। ৭০ দিনব্যাপী এই বিশেষায়িত প্রশিক্ষণে রংপুর ও রাজশাহী বিভাগের মোট ১৬টি জেলার ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। তাদেরকে আধুনিক ওয়েল্ডিং প্রযুক্তি ও ৬জি মানের কাজের উপর হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা দেশ-বিদেশে উচ্চমানের শিল্পক্ষেত্রে কাজ করার উপযোগী দক্ষতা অর্জন করেন।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট জনাব মোঃ নূরুজ্জামান, পিভিএম এবং সার্কেল অ্যাডজুটেন্ট জনাবা মনজুরা খাতুনসহ প্রশিক্ষণের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করে তাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করা হয়।