শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে জন্মগতভাবে দৃষ্টিপ্রতিবন্ধী আট সদস্যের একটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এবং গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু।
তার পক্ষ থেকে বুধবার (তারিখ উল্লেখ করা যেতে পারে) সকালে উপহার সামগ্রী তুলে দেন শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মরহুম এডভোকেট কাজী খানের সহধর্মিণী আবিদা সুলতান নাজনীন। পৌরসভার উজিলাব গ্রামে দৃষ্টিপ্রতিবন্ধী পরিবারের বাসভবনে গিয়ে এই সহায়তা প্রদান করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোফাসসেল ফকির, ইঞ্জিনিয়ার সোহাগসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।
আবিদা সুলতান নাজনীন বলেন,
“বিএনপির কেন্দ্রীয় নেতা অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের পক্ষ থেকে আমরা এই পরিবারের পাশে দাঁড়িয়েছি। বিএনপি সবসময় সাধারণ মানুষের দুঃখ-কষ্টে পাশে থাকতে চায়।”