স্টাফ রিপোর্টার, আব্দুস সালাম মোল্লা:
ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটের চর বাজার সংলগ্ন সরকারি খাল থেকে অবাধে বালু উত্তোলন করা হচ্ছে। ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে পড়েছে আশপাশের ফসলি জমি। তবে বিষয়টি প্রশাসনের নজরে এলেও কার্যকর ব্যবস্থা না থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গত ৫-৭ দিন ধরে আকোটের চর বাজারের পাশে গনেশ নামের এক ব্যক্তি সরকারি খাল থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে চলেছেন। একইভাবে রামনগর খালের কাজিডাঙ্গি এলাকায় ‘কাজল’ নামের আরেক ব্যক্তি প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে ড্রেজার দিয়ে বালু তুলছেন।
জানা গেছে, গত সপ্তাহে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা এক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কাজলের বালু উত্তোলনের সরঞ্জাম—ড্রেজারের পাইপ কেটে বিনষ্ট করেন। কিন্তু প্রশাসনিক সেই অভিযানও কাজলকে থামাতে পারেনি। তিনি পুনরায় বেপরোয়াভাবে বালু উত্তোলন শুরু করেছেন।
এলাকাবাসীর অভিযোগ, এসব অবৈধ বালু ব্যবসায়ীরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় প্রশাসন স্থায়ীভাবে ব্যবস্থা নিতে পারছে না। একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, “অভিযান হলেও কিছুদিন পর আবার সব আগের মতোই চলতে থাকে। এতে কৃষি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, নদী ভাঙনের শঙ্কাও বাড়ছে।”
এ বিষয়ে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা জানান, “বিষয়টি আমার নজরে এসেছে। খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”