সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি :
রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০০ শিক্ষার্থীর মাঝে ২,০০০ ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) হাইস্কুল ঘাট এলাকা থেকে এ চারা বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
কর্মসূচির আওতায় ৪০ জন শিক্ষার্থীকে আম গাছের চারা, ৮০টি শিক্ষা প্রতিষ্ঠানে তালের চারা এবং সমপরিমাণ নারিকেল গাছের চারা বিতরণ করা হয়। সবজি প্রণোদনার আওতায় ৪০ জন শিক্ষার্থী পেয়েছে বিভিন্ন ধরনের সবজি বীজ। এছাড়াও নিম, বেল, জাম ও কাঁঠাল গাছের চারা বিতরণ করা হয় মোট ৫০০ শিক্ষার্থীর মাঝে।
চারা বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ওমর ফারুক, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, কৃষি বিভাগের কর্মকর্তা সুমন গুপ্ত, মো. আলী, অনুময় চাকমা এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, এ প্রণোদনা কর্মসূচির মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা এবং পরিবেশ সংরক্ষণে তরুণ প্রজন্মকে উৎসাহিত করা।