আতাউর রহমান কাওছার, ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :
সিলেটের ওসমানীনগরে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে আব্দুল বারী (৪৫) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৭ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার দয়ামীর বাজার এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয় জনতা আব্দুল বারীকে গাঁজাসহ আটক করে প্রশাসনকে খবর দেয়। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আব্দুল বারীর কাছ থেকে প্রায় ৪০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ২১, ২৬(৯) ও ১২(২) ধারায় অভিযুক্তকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে তাকে ওসমানীনগর থানা পুলিশের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া বলেন, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে আব্দুল বারীকে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।