উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুর উপজেলার অদম্য মেধাবী শিক্ষার্থী ফাহিমা আক্তারকে অনুদানের চেক প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা।
নেত্রকোনা মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ফাহিমা উপজেলার ওটরা ইউনিয়নের চেরাগালী গ্রামের বাসিন্দা। তাঁর পরিবারের আর্থিক অস্বচ্ছলতার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এই সহায়তা দেওয়া হয়।
০৮ জুলাই (সোমবার) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীর পক্ষে অনুদানের চেক গ্রহণ করেন তাঁর বাবা আবুল কাশেম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস. এম. আলাউদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ খোকন সরদার প্রমুখ।
ইউএনও মোঃ আলী সুজা বলেন, “গরিব ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় সহায়তা করা আমাদের নৈতিক দায়িত্ব। জেলা ও বিভাগীয় প্রশাসনের সমন্বয়ে এই সহায়তা অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, এই ইউএনও সম্প্রতি এইচএসসি পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের পড়াশোনার খোঁজখবর নেওয়ার মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন।
প্রতিবেদন: মোঃ মাহফুজুর রহমান মাসুম