আনিসুর রহমান, সাভার প্রতিনিধি:
জুলাই-আগস্ট মাসের গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজনে রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক কাউন্সিলর লায়ন মো. খোরশেদ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
- ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি,
- আশুলিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লায়ন কায়কোবাদ মোহাম্মদ শরীফুজ্জামান,
- দৈনিক ফুলকি’র সম্পাদক নাজমুস সাকিব,
- সাভার পৌর ওলামা দলের আহ্বায়ক মাসুদ রানা এবং
- সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন মাদবর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির সহ-সভাপতি আব্দুল গফুর বাবুল এবং সঞ্চালনা করেন সাভার পৌর ছাত্রদলের নেতা তাজ খান নাঈম।
আলোচনার শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বক্তারা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।