নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কণ্ঠস্বর নকল করে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মোতাল্লেছ হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ বিষয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাম্প্রতিক এক অনুসন্ধান প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
বিএফআইইউ সূত্রে জানা গেছে, ২০২৩ সালের নভেম্বর থেকে তিন মাসের মধ্যে সিটি ব্যাংকের গুলশান শাখায় মোতাল্লেছ হোসেনের একাধিক হিসাবে জমা হয় প্রায় ১১ কোটি টাকা। সব মিলিয়ে তার ৯টি ব্যাংক হিসাব জব্দ করে কর্তৃপক্ষ। অনুসন্ধানে দেখা গেছে, এসব হিসাবে মোট ২৬ কোটি ৮৪ লাখ টাকার লেনদেন হয়েছে, যা তার ঘোষিত আয় ও সম্পদের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ২০২৩-২৪ অর্থবছরে তার কর রিটার্ন অনুযায়ী, তার সম্পদের পরিমাণ মাত্র ৩৪ লাখ টাকা।
বিএফআইইউ প্রাথমিকভাবে সন্দেহ করছে, খালেদা জিয়ার কণ্ঠ নকল করে তিনি ও তার কয়েকজন সহযোগী কিছু প্রভাবশালী ব্যক্তিকে বিভ্রান্ত করে অর্থ আদায় করেছেন। তবে তদন্ত এখনো চলমান এবং অভিযোগ যাচাই-বাছাইয়ের পর্যায়ে রয়েছে।
অভিযোগ প্রসঙ্গে মোতাল্লেছ হোসেন দাবি করেছেন, বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন এবং তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। তার ভাষ্য, “আমি ব্যবসার সুবিধার্থে নিজের টাকা নিজের বিভিন্ন হিসাবে স্থানান্তর করেছি। এখন এটাকে পাচার বলে চালানো হচ্ছে। আমি কর রিটার্নে ইতিমধ্যে ৫ কোটি টাকার বেশি সম্পদ দেখিয়েছি।”
তিনি জানান, গত ২০ মে বিএফআইইউ প্রধান ও পরিচালকের সঙ্গে সাক্ষাৎ করে জব্দ করা হিসাবগুলো মুক্ত করার আবেদন করেছেন। এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে বিএফআইইউয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “বর্তমানে প্রমাণিত কোনো অপরাধজনিত উৎস পাওয়া যায়নি। বরং একাধিকবার একই অর্থ ঘুরে ফিরে স্থানান্তর হয়েছে বলে মনে হচ্ছে। এজন্য তার ব্যাংক হিসাব খুলে দেওয়ার সুপারিশ করা হয়েছে।”
তদন্ত চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত বিষয়টি নিয়ে বাড়তি মন্তব্য না করতে সংশ্লিষ্ট মহলকে সতর্ক থাকতে বলেছে বিএফআইইউ।