নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন শুল্ক ব্যবস্থা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি “উইন-উইন” বাণিজ্য চুক্তির চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ। এমন তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার (৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জানান, বাংলাদেশ এই মুহূর্তে ওয়াশিংটনের সঙ্গে একটি যৌক্তিক শুল্ক চুক্তির ব্যাপারে আগ্রহী, যা দুই দেশের জন্যই লাভজনক হতে পারে।
প্রেস সচিব জানান, বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বর্তমানে ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন এবং সেখানেই যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। এই প্রতিনিধি দলে আরও রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।
এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চিঠিতে জানিয়ে দেন, আগামী ১ আগস্ট থেকে বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
এই ঘোষণার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের প্রতিনিধি দল এরইমধ্যে একাধিক দফায় আমেরিকান কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেছে।
আগামী ৯ জুলাই আরেক দফা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন শেখ বশিরউদ্দীন।
বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত বাংলাদেশের রপ্তানি খাতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। তবে সময়মতো কূটনৈতিক উদ্যোগ নিলে তা সামাল দেওয়া সম্ভব।