পঞ্চগড় জেলা প্রতিনিধি মো. আমিরুল ইসলাম:
পঞ্চগড়ে জেলা বিএনপির সাবেক সভাপতি ও তিন বারের নির্বাচিত সংসদ সদস্য প্রয়াত মোজাহার হোসেনের কবর জিয়ারত করতে যাওয়ার সময় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাসুদ রানা রিয়াজের উপর বিএনপির কিছু নেতাকর্মী হামলা চালায়। রবিবার (৬ জুলাই) বিকাল সোয়া ৩টায় বোদা উপজেলার সাকোয়া বাজারে এই ঘটনা ঘটে।
হামলার সময় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যেখানে মাসুদ রানা রিয়াজকে এলোপাতাড়ি মারধর করতে দেখা যায়। তার পরনের পাঞ্জাবিও ছিঁড়ে ফেলা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করেন এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
মাসুদ রানা রিয়াজ দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতি করছেন। কেন্দ্রীয় নেতাদের অনুমোদন নিয়ে সম্প্রতি পঞ্চগড়-২ আসনের রাজনীতিতে সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এবং এর আগে সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ঘটনার দিন বিকালে মোজাহার হোসেনের বাড়িতে কবর জিয়ারতের জন্য যাওয়ার পরিকল্পনা ছিল মাসুদ রানা রিয়াজের। কিন্তু সাকোয়া বাজারে পৌঁছালে বিএনপির কিছু নেতাকর্মী তার পথরোধ করে মটরসাইকেল থেকে নামিয়ে মারধর শুরু করে। হামলার ঘটনায় সাকোয়া বিএনপির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন শামীমের নেতৃত্বে সংগঠিত থাকার অভিযোগ উঠেছে। এছাড়া ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতাকর্মীদের নামও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান বলেন, “আমি ওই ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে চিনিনা, জেলা বিএনপির অনুমতি ছাড়াই তিনি কবর জিয়ারতে এসেছিলেন। আমি ঘটনার পুরো বিবরণ জানি না।”
অন্যদিকে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বোদা উপজেলা ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মীকে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু বলেন, “যুবদলের কেউ জড়িত হলে ব্যবস্থা নেওয়া হবে।”
মাসুদ রানা রিয়াজ বলেন, “ঘটনাটি কেন্দ্র থেকে মনিটরিং করা হচ্ছে, কেন্দ্রের সিদ্ধান্তই চূড়ান্ত।”
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, “আমরা ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছি এবং বিষয়টি বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জানিয়েছি। রিজভী ভাই বিষয়টি অবহিত আছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।”
হামলার ঘটনায় সোমবার দুপুরে সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।