মনির হোসেন, বেনাপোল :
যশোরের ঝিকরগাছায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ চিহ্নিত সন্ত্রাসী রয়েলকে আটক করেছে পুলিশ। সোমবার (৭ জুলাই) রাত ১টার দিকে উপজেলার হাড়িয়া দেয়াড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রয়েল ওই গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।
ঝিকরগাছা থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সন্ত্রাসী রয়েল এলাকায় অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়।
পুলিশ জানায়, রয়েলের বিরুদ্ধে আগেও চারটি মামলা রয়েছে। নতুন করে অস্ত্র আইনে আরেকটি মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয়রা জানান, রয়েল দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার গ্রেপ্তারে এলাকাবাসী কিছুটা স্বস্তি প্রকাশ করেছে। পুলিশের দাবি, অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।