মোঃ মামুন মোল্লা, খুলনা প্রতিনিধি:
খুলনা-৫ (ফুলতলা-ডুমুরিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আলী আজগর লবী বলেছেন—
“গত ১৬ বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার দেশকে লুটপাট করে ধ্বংস করে দিয়েছে। এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হলো বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনানো।”
রবিবার (৬ জুলাই) বেলা ১২টায় দামোদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ফুলতলা ও খানজাহান আলী থানায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
বিল ডাকাতিয়া ও জলাবদ্ধতা প্রসঙ্গে
আলী আজগর লবী বলেন,
“বিল ডাকাতিয়া দীর্ঘদিনের সমস্যায় রূপ নিয়েছে। এই সমস্যার স্থায়ী সমাধানে সাংবাদিক, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সবার সঙ্গে নিয়ে একটি মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হবে।”
তিনি আরও বলেন,
“জলাবদ্ধতা নিরসনে আমি ইতোমধ্যে কাজ শুরু করেছি। কৃষিঋণ মওকুফের জন্য চেষ্টা করছি, যাতে এ অঞ্চলের প্রান্তিক কৃষকরা সরাসরি উপকৃত হন।”
আগামী নির্বাচন প্রসঙ্গে
আলী আজগর লবী বলেন,
“আমি ফুলতলা-ডুমুরিয়ার সন্তান। দল ও জনগণ যদি চায়, তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে প্রস্তুত।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন—
“বিগত দিনে গণতন্ত্র হরণ করে ভোট ডাকাতি হয়েছে, এবার হবে ভোট উৎসব। প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার ভাইয়ের সঙ্গে আমার রাজনৈতিক পার্থক্য থাকলেও ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত গভীর। আমরা ভোটের মাঠে ভাই ভাই হয়ে কাজ করবো।”
মতবিনিময় সভার আয়োজন ও উপস্থিতি
সভায় সভাপতিত্ব করেন ফুলতলা উপজেলা বিএনপির আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব ইঞ্জিনিয়ার মনির হাসান টিটা।
এছাড়া উপস্থিত ছিলেন:
- উপজেলা কৃষক দলের আহ্বায়ক ইব্রাহীম সরদার
- ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুজ্জামান পলাশ
- বিএনপি নেতা শেখ আলমগীর হাসান, মাতাহার হাসান কিরণ, টিটা জমাদ্দার, জাহিদ হাসান লাভলু, মঈন উদ্দিন শুভসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলী আজগর লবী সভায় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বলেন,
“সাংবাদিকদের সহযোগিতা ছাড়া কোনো রাজনৈতিক বা সামাজিক পরিবর্তন সম্ভব নয়।”