স্টাফ রিপোর্টার, আব্দুস সালাম মোল্লা:
ফরিদপুর সদর উপজেলার খোদাবক্স রোড, পূর্ব গোয়ালচামট এলাকায় একজন অবসরপ্রাপ্ত ও পঙ্গু সৈনিকের বসতভিটা জবরদখলের অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন ওই এলাকার বাসিন্দা ও অবসরপ্রাপ্ত সৈনিক ছালাম শেখ।
ভুক্তভোগী ছালাম শেখ জানান, তিনি ফরিদপুর কোতোয়ালি থানার ১০৩ নং গোয়ালচামট মৌজার বিএস ৬২৫, ১৪৩৩ নং খতিয়ানের ৩৫৬৪ ও ১৬৫৪ নং দাগে মোট ১০.৬০ শতাংশ জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। বার্ধক্য ও শারীরিক অক্ষমতার কারণে তিনি বর্তমানে কর্মক্ষম নন।
ছালাম শেখের অভিযোগ, গত ২৪ জুন সকাল ১০টার দিকে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি ও তার সহযোগীরা এসে তার সৃজিত গাছপালা কেটে ফেলে এবং বাড়ি ভাঙচুর করে সেখানে নতুন ঘর নির্মাণের চেষ্টা চালায়। স্থানীয় লোকজন বাধা দিলে তারা ঘটনাস্থল ত্যাগ করলেও ফের আসার হুমকি দিয়ে যায়।
আদালতের হস্তক্ষেপ
এই ঘটনায় ভুক্তভোগী ফরিদপুর আদালতে আশ্রয় নিলে সংশ্লিষ্ট জমি ও সম্পত্তি রক্ষায় আদালত ১৪৪ ধারা জারি করেছে।
সুশীল সমাজের উদ্বেগ
এলাকার সুশীল সমাজ বলছে, দেশের জন্য যিনি জীবন বাজি রেখে লড়েছেন, বার্ধক্যে তার উপর এমন জুলুম অত্যন্ত লজ্জাজনক। তারা দ্রুত জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।