ওয়াশিংটন-ভিত্তিক দক্ষিণ এশিয়া বিশ্লেষক মাইকেল কুগেলম্যানের পর্যবেক্ষণে উঠে এসেছে বাংলাদেশকে ঘিরে যুক্তরাষ্ট্রের বর্তমান কৌশলগত মনোভাব। তাঁর মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা কিংবা জাতি গঠনে সম্পদ বরাদ্দে খুব বেশি আগ্রহী নয়। বরং ওয়াশিংটন এখন ঢাকার সঙ্গে সম্পর্ককে মূলত বাণিজ্য ও ভূরাজনৈতিক প্রতিযোগিতার প্রেক্ষাপটে দেখছে। সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে হওয়া ফোনালাপের দিকে ইঙ্গিত করে কুগেলম্যান বলেন, উভয় দেশের সরকারি বিবরণ থেকেই স্পষ্ট, আলোচনার কেন্দ্রবিন্দু ছিল অর্থনৈতিক অংশীদারত্ব ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা বৃদ্ধি। কুগেলম্যানের মতে, যুক্তরাষ্ট্রের কাছে এই ‘নিরাপত্তা বৃদ্ধি’ মূলত চীনকে মোকাবেলার কৌশল। তবে বাংলাদেশের জন্য এই দুই উদ্দেশ্য—বাণিজ্য ও বৃহৎ শক্তির প্রতিযোগিতা—দুটি বড় চ্যালেঞ্জ। কারণ, যদি ঢাকার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি না হয়, তাহলে বাংলাদেশকে ৩৭ শতাংশ শুল্কের মুখোমুখি হতে হবে। কুগেলম্যান আরও মনে করেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে জোটনিরপেক্ষ পররাষ্ট্র নীতি অনুসরণ করে আসছে, যাতে শক্তিগুলোর মধ্যে ভারসাম্য রক্ষা করা যায়। সম্প্রতি অনুষ্ঠিত ইউনূস-রুবিও ফোনালাপ দ্বিতীয় ট্রাম্প প্রশাসনের সময়কালে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের দিকনির্দেশনা দিচ্ছে বলে মত কুগেলম্যানের। এর আগে বাইডেন প্রশাসনের শেষ দিকে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়াকে কেন্দ্র করে মার্কিন কর্মকর্তারা উন্নয়ন ও কারিগরি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন। গত আগস্টে দেশে গণ-আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগের পর যে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু হয়, তা এই সহায়তার লক্ষ্যবস্তু ছিল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস ফোনালাপ শেষে এক বিবৃতিতে জানান, দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক গভীর করা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বাড়াতে যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে। এ বছরের এপ্রিলেই যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক নীতির প্রেক্ষিতে অধ্যাপক ইউনূস জরুরি বৈঠক করে যুক্তরাষ্ট্রে শীর্ষ পর্যায়ের আলোচনায় অংশ নিয়েছিলেন। তখনই ৩৭ শতাংশ শুল্ক আরোপের বিষয়টি সামনে আসে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আশা করছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক আলোচনার মাধ্যমে শুল্ক সমস্যার সমাধান সম্ভব হবে। এ বিষয়ে আগামী ৮ জুলাই যুক্তরাষ্ট্রে আরেক দফা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রবণতা
- কাউখালীতে আগুনে পুড়ে যাওয়া পরিবারকে আর্থিক সহায়তা দিলেন নির্বাহী অফিসার আতিকুর রহমান
- চাঁদপুরে জুয়েল হত্যার বিচার দাবিতে লাশ নিয়ে থানার সামনে মানববন্ধন ও বিক্ষোভ
- জবি রসায়নের রিভা পেয়েছেন ইউনিভার্সিটি অব মিশিগান-অ্যান আর্বারে শতভাগ স্কলারশিপ
- মানবতার রাজনীতির মাধ্যমেই কল্যাণমুখী রাষ্ট্র গঠন সম্ভব: ইমাম হায়াত
- মুসলিম বিশ্বের সহায়তায় ইসলামি এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় যুক্ত হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
- উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে পিকআপ-নসিমন সংঘর্ষে আহত ৪
- শার্শা সীমান্তে ফেন্সিডিলসহ অবৈধ ভারতীয় পন্য আটক
- বৃদ্ধাকে নিয়ে বিড়ম্বনায় হাসপাতাল কর্তৃপক্ষ