নিজস্ব প্রতিবেদক:
“রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লাগামহীন এবং অবিশ্বাস্য স্কেলের এই লুটপাট আওয়ামী লীগ আমলের এক বড় নিদর্শন”—এভাবেই মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (৬ জুলাই) নিজের ফেসবুক পোস্টে এসব বক্তব্য প্রকাশ করে তিনি জানান, শিল্পী দেবাশিস চক্রবর্তীর আঁকা ‘জুলাই প্রিলিউড’ সিরিজের ৫–৮ নম্বর পোস্টার আওয়ামী আমলের অর্থনৈতিক অনিয়ম এবং দুর্নীতিকে ঘিরে চিত্রায়িত হয়েছে।
শিল্পী দেবাশিসের হাতে ইতিহাস
পোস্টে উল্লেখ করা হয়, “শিল্পী দেবাশিস চক্রবর্তী জুলাই প্রিলিউড সিরিজের ৫ থেকে ৮ নম্বর পোস্টার এঁকেছেন এই লুটপাটকে থিম করে। জুলাই ২০২৪-এর অন্যতম যোদ্ধা এই শিল্পী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে ‘জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের’ অংশ হিসেবে পোস্টারগুলো ডিজাইন করছেন।”
প্রথমে ১০টি পোস্টার প্রকাশের পরিকল্পনা থাকলেও দর্শক-অনুরাগীদের আগ্রহে শিল্পী আরও কিছু পোস্টার তৈরি করতে সম্মত হয়েছেন।
পোস্টারে ফুটে উঠছে ‘জুলাই কেন অনিবার্য ছিল’
উপদেষ্টা আসিফ বলেন, “এই পোস্টার সিরিজে ফুটে উঠবে কেন ‘জুলাই অনিবার্য হয়ে উঠেছিল’ এবং সেই মাসে কী ঘটেছিল। এর মাধ্যমে শুধু একটি সময় নয়, একটি চেতনাও তুলে ধরা হবে।”
তিনি আরও লেখেন,
“আমার চাওয়া-পাওয়ার কিছু নাই। আমি আসছি মানুষকে দিতে”—এই বুলি আওড়ে আওড়ে স্বৈরশাসক শেখ হাসিনা ফেনা তুলে ফেললেও ভেতরের চিত্র আজ উন্মোচিত। এই লুটপাটই আওয়ামী শাসনের প্রকৃত মুখ।
প্রেক্ষাপট
জুলাই ২০২৪-এ সংঘটিত রাজনৈতিক আন্দোলন ও সামাজিক বিস্ফোরণকে ঘিরে দেশে একটি নতুন রাজনৈতিক ধারার সূচনা হয়। সেই প্রেক্ষাপটেই “জুলাই প্রিলিউড” পোস্টার সিরিজ তৈরি হচ্ছে, যা শিল্প, ইতিহাস ও প্রতিবাদ—তিনটিকেই একসূত্রে গেঁথে দিচ্ছে।