মো. শেখ ছোবাহান, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
সারা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ দিন পবিত্র আশুরা যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফে।
শনিবার (৫ জুলাই) সকাল থেকেই আশুরার গুরুত্ব উপলব্ধি করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জাকেরান-আশেকান ও ধর্মপ্রাণ মুসলমানরা বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার ও নদীপথে লঞ্চ-ট্রলারযোগে আটরশি দরবার শরীফে আসতে শুরু করেন।
দরবার শরীফ সূত্রে জানা গেছে, জোহরের নামাজের আগেই আশেকানদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। আছরের নামাজের পর আলেম-উলামারা কারবালার বিয়োগান্তক ঘটনার তাৎপর্য ও শিক্ষনীয় দিক নিয়ে বয়ান করেন।
মাগরিবের নামাজের পর থেকে শুরু হয় ফরজ-সুন্নতের পাশাপাশি নফল ইবাদত, জিকির-আজকার ও দোয়ার মাহফিল।
রবিবার (৬ জুলাই) ফজরের নামাজ শেষে খাজাবাবা ফরিদপুরী কেবলাজান হুজুরের রওজা শরীফ জিয়ারতের মধ্য দিয়ে সম্পন্ন হয় আখেরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করেন হাফেজ নোমানী সাহেব।
মোনাজাতে ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা, মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও দেশের সার্বিক কল্যাণ কামনা করা হয়।