সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় প্রেসক্লাবের সাংবাদিকদের ওপর সংঘটিত হামলার ছয় দিন পার হলেও মামলার প্রধান আসামিরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে—এমন অভিযোগে সাংবাদিক মহলে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।
গত ৩০ জুন সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অভ্যন্তরীণ বিরোধের জেরে বর্তমান সভাপতি আবুল কাশেম ও তাঁর সঙ্গে থাকা সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়। এতে অন্তত ৩০ জন সাংবাদিক আহত হন। ঘটনার পরপরই সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাদী হয়ে থানায় মামলা করেন।
মামলায় প্রধান অভিযুক্ত করা হয় আবু নাসের মো. আবু সাঈদকে। অভিযোগ রয়েছে, তিনি জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী শাকিলা ইসলাম জুঁই, আল ইমরান ও অমিত ঘোষ বাপ্পাকে সঙ্গে নিয়ে হামলায় নেতৃত্ব দেন। হামলার সময় শাকিলাকে হাতুড়ি ও লোহার রড হাতে দেখা গেছে—যার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
অভিযোগ রয়েছে, আবু সাঈদ দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাতক্ষীরার বিভিন্ন সংগঠনে আধিপত্য বজায় রেখে আসছেন। এর আগেও তিনি ২০১৯ সালের ৩১ মে প্রেসক্লাবে হামলার সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি করেন সাংবাদিকরা।
হামলার পরদিনই আবু সাঈদ পাল্টা মামলা দায়ের করে সাতক্ষীরার ৩৭ সাংবাদিককে আসামি করেন। সাংবাদিকদের অভিযোগ, এটি ছিল প্রকৃত হামলাকারীদের রক্ষার অপচেষ্টা।
প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম বলেন, “প্রচুর ভিডিও, ছবি ও সাক্ষ্যপ্রমাণ থাকা সত্ত্বেও প্রধান আসামিদের কেউ এখনও গ্রেপ্তার হয়নি। তারা থানার সামনেই ঘুরে বেড়াচ্ছে—এটা প্রশাসনের ব্যর্থতা।”
সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, “ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।” তবে আসামিদের থানার সামনে ঘোরাফেরার বিষয়ে তিনি তদন্ত কর্মকর্তাকে জানানোর পরামর্শ দেন।
সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, “আসামিদের ধরতে নির্দেশনা দেওয়া হয়েছে। থানার সামনে আসামিরা ঘুরে বেড়াচ্ছে—এমন তথ্য আমার কাছে এখনও আসেনি। খতিয়ে দেখা হবে।”