মালয়েশিয়া থেকে সম্প্রতি দেশে ফেরত পাঠানো তিন বাংলাদেশি নাগরিকের কেউই জঙ্গি নন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (৬ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, “যে তিনজনকে দেশে পাঠানো হয়েছে, তারা কেউ জঙ্গি নয়। তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ায় ফেরত পাঠানো হয়েছে।”
তিনি বলেন, “মালয়েশিয়ার পুলিশের চিফ যে পাঁচজনকে নিয়ে কথা বলেছেন, তারা বাংলাদেশে ফেরত আসেনি। বিষয়টি নিয়ে সরকারি পর্যায়ে যোগাযোগের চেষ্টা চলছে।”
জঙ্গিবাদ প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশে কোনো ধরনের জঙ্গিবাদ নেই। বিগত ১০ বছরে গণমাধ্যমের সহায়তায় জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব হয়েছে।”