সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেবিপুরা বাইতুল মামুর জামে মসজিদের সম্পত্তি নিয়ে ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে ছাত্রলীগ নেতা আকাশ আহমেদ রুবেল ও তার পরিবারের বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।
শুক্রবার (৪ জুলাই) বাদ জুমা মসজিদের প্রাঙ্গণে দেবিপুরা বাইতুল মামুর জামে মসজিদ পরিচালনা কমিটি ও গ্রামবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ধর্মপ্রাণ মুসল্লিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মসজিদ কমিটির মোতওয়াল্লী হায়দার আলী, কোষাধ্যক্ষ আলী আজগর এবং স্থানীয় ব্যক্তিবর্গ বাচ্চু মিয়া, এমরান শেখ, আব্দুর রহিম মিয়া, শাহ আলম শেখ, বারেক শেখ, আমির হোসেন খান, আব্দুল আউয়াল, সিদ্দিক, শাহজাহান ও আইয়ুব আলী খান।
বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি মসজিদের দখলে থাকা একটি সম্পত্তি উদ্ধারের সময় ছাত্রলীগ নেতা রুবেল ঘটনাস্থলে উপস্থিত থেকে ছবি ও ভিডিও ধারণ করে তা তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ছড়িয়ে দেন। এতে মসজিদ ও গ্রামবাসীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে তারা দাবি করেন।
তারা আরও জানান, রুবেল যে সম্পত্তিকে নিয়ে অপপ্রচার চালিয়েছেন, সেটি প্রকৃতপক্ষে মসজিদের সম্পত্তি—এ ব্যাপারে এলাকাবাসীর কোনো দ্বিমত নেই।
স্থানীয়রা অবিলম্বে এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।