২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার চানখাঁরপুল এলাকায় ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্র-জনতার মিছিলে নির্বিচারে গুলি চালায় পুলিশ। এতে প্রাণ হারান অন্তত ছয়জন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া মামলার অভিযোগপত্রে উঠে এসেছে ঘটনার বিস্তারিত বিবরণ।
প্রত্যক্ষদর্শী ও তদন্ত সূত্র জানায়, পুলিশ ওই দিন ব্যারিকেড দিয়ে মিছিল থামাতে গেলে, রমনা বিভাগের তৎকালীন অতিরিক্ত উপকমিশনারের নির্দেশে গুলি চালানো হয়। গুলিতে শহীদ হন শাহরিয়ার খান আনাস, শেখ মাহদী হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া।
ঘটনার সময় দায়িত্বে থাকা কনস্টেবল অজয় ঘোষ গুলি চালাতে অস্বীকৃতি জানান। তার কাছ থেকে রাইফেল কেড়ে নিয়ে গুলি চালান কনস্টেবল সুজন হোসেন। চার্জশিটে বলা হয়, গুলি চালানোর সময় কিছু পুলিশ সদস্য উল্লাস করে বলেন, “শেষ!”, “মরছে, মরছে!”
এই ঘটনায় দায়ের হওয়া মামলায় আটজন পুলিশ সদস্যকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে চারজন পলাতক এবং চারজন গ্রেফতার রয়েছেন। তদন্তে উঠে এসেছে, তৎকালীন সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে এই হামলা পরিচালিত হয়। তবে ওই নির্দেশদাতারা সরাসরি এই মামলায় আসামি নন।
মামলায় চার্জ গঠনের বিষয়ে আদেশ ঘোষণার জন্য আগামী ১৪ জুলাই তারিখ ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।