দেশের জলজ সম্পদ সংরক্ষণ ও নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে সম্প্রতি এক সপ্তাহব্যাপী অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নৌ পুলিশ। অভিযানে ব্যাপক পরিমাণ অবৈধ জাল, চিংড়ি রেনু, রেনু পোনা, মাছ এবং অবৈধভাবে চলাচলকারী জলযান জব্দ করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে শতাধিক অভিযুক্ত।
নৌ পুলিশ সদর দপ্তর জানায়, গত সাত দিনে পরিচালিত অভিযানে— ৪৬৫,০৩,৯৪০ মিটার (প্রায় ৪৬৫ কিলোমিটার) অবৈধ জাল জব্দ ও ধ্বংস, ৬,২৬৩ কেজি মাছ জব্দ ও এতিমখানায় বিতরণ, ২০,০০০ পিস রেনু পোনা এবং ১০,০২,০০০ পিস চিংড়ি রেনু পোনা জব্দ করে পানিতে অবমুক্ত করা হয় এবং ৩৩৬টি ঝোপঝাড় নদী থেকে অপসারণ করে।
অভিযানে নৌপথে চলাচলকারী ৯৪টি বাল্কহেডের বৈধ কাগজপত্র না থাকায় নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয়েছে। এছাড়া ১টি ড্রেজার জব্দ করা হয়।
সপ্তাহব্যাপী অভিযানে মোট ৩৩৭ জন আসামি গ্রেফতার করা হয়। এসময় বিভিন্ন অপরাধে মোট ৮৬টি মামলা দায়ের হয় ৪৪টি মৎস্য আইন লঙ্ঘন মামলা এবং ২ টি চুরির মামলা।
১টি চাঁদাবাজি, ৭টি অপমৃত্যু, ২৫টি বেপরোয়া চলাচল সংক্রান্ত মামলা, ২টি বালুমহাল সংক্রান্ত মামলা, ৩টি হত্যা মামলা, ১টি ডাকাতি মামলা, ১টি বিশেষ ক্ষমতা আইনে মামলা। এছাড়া অভিযান চলাকালে ১৫টি মৃতদেহ উদ্ধার করা হয়।
নৌ পুলিশ জানায়, জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ এবং রেনু পোনা প্রাকৃতিক জলাশয়ে অবমুক্ত করা হয়েছে। অবৈধ জালসমূহ ধ্বংস করে ফেলা হয়েছে।