ভারতে আবারও নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তানের একাধিক অভিনেতা, ক্রীড়াবিদ ও সংবাদমাধ্যমের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট। বৃহস্পতিবার সকাল থেকে ইউটিউব, ইনস্টাগ্রাম ও এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে এসব অ্যাকাউন্ট ভারতে আর দেখা যাচ্ছে না।
সম্প্রতি সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিল করা হলেও ২৪ ঘণ্টার মধ্যে তা পুনর্বহাল করা হয়েছে। ব্যবহারকারীরা অ্যাকাউন্টগুলো খুলতে গেলে বার্তায় দেখা যাচ্ছে: “আইনগত দাবির দরুন এই অ্যাকাউন্ট ভারতে বন্ধ রাখা হয়েছে।”
নিষিদ্ধ হওয়া ব্যক্তিরা হলেন, ক্রিকেটার: শোয়েব আখতার, শাহিদ আফ্রিদি, অভিনেত্রী: মাহিরা খান, হানিয়া আমির, মাওরা হোসেন, ইয়ামুনা জায়েদি, অভিনেতা: ফাওয়াদ খান, ইউটিউবার: আরজু কাজমি, ওয়াসে হাবিব, আলী জাফর, মুনিব ফারুক, উমর চীনাদার। পাশাপাশি, ডন নিউজ, জিও নিউজ, এআরওয়াই নিউজ, বোল নিউজসহ বেশ কয়েকটি পাকিস্তানি গণমাধ্যমের ইউটিউব চ্যানেলও ভারতে ব্লক করা হয়েছে।
এর আগে, ‘পেহেলগাম হত্যাকাণ্ড’ এবং ‘অপারেশন সিঁদুর’ নামক সামরিক অভিযানের পর ভারতে পাকিস্তানি সংবাদমাধ্যম ও তারকাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। অভিযোগ ছিল, এসব চ্যানেলে ভারতের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য ও কনটেন্ট প্রচার করা হচ্ছে।
ভারত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শে কিছু অ্যাকাউন্ট সাময়িকভাবে খুলে দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার সকালে আবার তা অকার্যকর হয়ে যায়।
এদিকে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে অনুরোধ করেছে, পাকিস্তানি সব শিল্পীর সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ভারতে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হোক। একইসঙ্গে তারা পাকিস্তানি শিল্পীদের ভারতীয় চলচ্চিত্রে অংশগ্রহণ নিষিদ্ধের দাবিও জানিয়েছে।
পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির ভারতীয় সিনেমায় দিলজিৎ দোসাঞ্জ এর সাথে জুটি বেধেঁছেন সর্দারজি ৩ । ফলে নিষিদ্ধ হয়েছে সিনেমাটি।