সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, জেলা প্রতিনিধি, নরসিংদী:
নরসিংদীর রায়পুরায় লাইসেন্স নবায়ন করতে গিয়ে ইউনিয়ন পরিষদের কক্ষে খুন হয়েছেন শাহিন আলম (৩৮) নামে এক ব্যবসায়ী। বুধবার (২ জুলাই) বিকেল সাড়ে ৩ টার দিকে আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের সচিবের কক্ষে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক শামীম মিয়াকে আটক করেছে পুলিশ।
নিহত শাহিন আলম রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নের মেজেরকান্দি গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি হাসনাবাদ বাজারে স্যানেটারি পন্য ও পাইপের ব্যবসা করতেন।
হত্যাকাণ্ডের সাথে জড়িত অভিযুক্ত যুবকের নাম শামীম মিয়া (৩৮)। সে আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার এলাকার পূর্বপাড়ার জালু মিয়ার ছেলে। সে একজন মাদকাসক্ত যুবক বলে জানা যায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে শাহিন নিজের ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নবায়ন করতে ইউনিয়ন পরিষদে যায়। কার্যালয়ের ভেতরে দাঁড়িয়ে ট্রেড লাইসেন্সের কাগজ প্রস্তুত করছিলেন তিনি। ওই সময় হঠাৎ করে বারান্দা থেকে দা হাতে কার্যালয়ের ভেতরে আসেন শামীম। এ সময় অতর্কিত অবস্থায় শাহীনের মাথায় পরপর দুটি কোপ দিয়ে চলে যায়। রক্তাক্ত অবস্থায় উপস্থিত লোকজন শাহীনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মতিন বলেন, বিকালে শাহিন নামে একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পাই। তার মাথায় দুইটি গভীর কোপের আঘাত পেয়েছি। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে আটক করা হয়। আর এ হত্যাকান্ডের পিছনে পূর্ব কোন বিরোধ বা অন্য কোন কারণ আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় পরিবারের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অন্যদিকে, গত সোমবার (৩০জুন) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে সদর উপজেলার পূর্ব ব্রাহ্মন্দীর একটি মহিলা মাদ্রাসার পিছনে মিনহাজুল আবেদীন রিজভী (৩৫) নামে এক ডিস ব্যবসায়ীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের পূর্ব ব্রাহ্মন্দী মহিলা মাদ্রাসার সামনে দূর্বৃত্তরা রিজভীর ওপর অতর্কিত হামলা চালায়। প্রথমে তাকে গুলি করে। পরে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় দূর্বৃত্তরা। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।