মো. আব্দুল কুদ্দুস,সিরাজগঞ্জ প্রতিনিধি:
“সময়의 সাথে আগামীর পথে”—এই স্লোগানকে ধারণ করে দেশের প্রথম প্রজন্মের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এনটিভির ২৩ বছরে পদার্পণ উপলক্ষে সিরাজগঞ্জে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫) সকাল ১১টায় সিরাজগঞ্জ পৌর শহরের চৌরাস্তা সংলগ্ন ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এনটিভির জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম ইন্নার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বাংলা ভিশন ও দৈনিক দিনকাল পত্রিকার স্টাফ রিপোর্টার মো. হারুন অর রশিদ খান হাসান।
সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ এনামুল হক।
কেক কাটেন বিএনপির কেন্দ্রীয় নেতা
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“গণমাধ্যম একটি জাতির বিবেক। এনটিভি সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশের গণমানুষের আস্থা অর্জন করেছে। সাংবাদিকদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত হলে সমাজ আরও এগিয়ে যাবে।”
তিনি আরও বলেন,
“বৈষম্য বিরোধী ছাত্র-জনতার নজিরবিহীন গণ-অভ্যুত্থানে ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনার স্বৈরাচার সরকার। অনেক রাজনৈতিক দল একে ‘দ্বিতীয় স্বাধীনতা’ বললেও আমি বলবো, এটি জাতির তৃতীয় স্বাধীনতা।”
বিশেষ অতিথিরা বলেন
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, রকিবুল হাসান রতন, যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি মো. ফেরদৌস হাসান এবং ড্যাব সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. মো. আব্দুল লতিফ।
উপস্থিত ছিলেন আরও অনেক গণ্যমান্য ব্যক্তি
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক আব্দুল কুদ্দুস, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন-এর নির্বাহী সম্পাদক মো. ইসমাইল হোসেন, সাবেক সভাপতি হেলাল আহমেদ, যমুনা টিভির জেলা প্রতিনিধি গোলাম মোস্তফা রুবেল, চ্যানেল টুয়েন্টিফোরের হীরুক গুণ, দেশ টিভির শুভ ঘোষ, দৈনিক যমুনা প্রবাহের মো. আব্দুল মজিদ সরকার, সিরাজগঞ্জ কণ্ঠের সম্পাদক শফিক মো. রুমন, গাজী টিভির প্রতিনিধি আমিনুল ইসলাম, মানবাধিকার কর্মী শহিদুল ইসলামসহ স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
উদযাপনের বার্তা
আলোচনা সভায় বক্তারা এনটিভিকে ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও জনমানুষের মুখপত্র হিসেবে গড়ে তুলতে শুভকামনা জানান। তারা বলেন, স্বাধীন ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না।