নিজস্ব প্রতিবেদক:
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে আলোচিত ১৮ জুলাই এক মিনিটের প্রতীকী ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
ফারুকী তার পোস্টে লেখেন, “জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের একটি কর্মসূচি নিয়ে শুরু থেকেই আমাদের মধ্যে দ্বিধা ছিল। এক মিনিট ইন্টারনেট ব্ল্যাকআউট—বলা যায়, এটা সম্ভবত খুব ভালো আইডিয়া ছিল না। তবুও নানা আলোচনার মধ্যে তা কর্মসূচিতে অন্তর্ভুক্ত হয়। পরে আমরা সকলের মতামত বিবেচনায় নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিই—এই কর্মসূচিটি বাতিল করা হবে।”
তিনি আরও বলেন, “অনেক বড় কর্মসূচি এবং বড় একটি দল একসঙ্গে কাজ করলে এরকম একটি-দুটি বিষয় চোখ এড়িয়ে যেতে পারে। আমরা কৃতজ্ঞ সবাইকে, যারা মতামত দিয়ে আমাদের সহায়তা করেছেন। সংশোধিত সূচি শিগগিরই প্রকাশ করা হবে।”
তবে ফারুকী জানান, ব্ল্যাকআউট কর্মসূচি বাদ দেওয়া হলেও জুলাই স্মরণে ঘোষিত অন্যান্য সকল কর্মসূচি পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই চলবে।
এ প্রসঙ্গে তিনি বলেন, “Let’s reconnect, regroup and reignite the very July fire”—এই চেতনায় আমরা অনুষ্ঠানগুলো চালিয়ে যাবো।”
এর আগে গত বুধবার (২ জুলাই) রাতে প্রধান উপদেষ্টার (Chief Adviser, GOB) ফেসবুক পেজে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার সূচিতে ১৮ জুলাই এক মিনিটের প্রতীকী ইন্টারনেট ব্ল্যাকআউটের ঘোষণা দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ঘোষিত ৩৬ দিনব্যাপী কর্মসূচিতে রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদর্শনী, স্বেচ্ছাসেবী কার্যক্রমসহ নানা আয়োজন।