আন্তর্জাতিক ডেস্ক:
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের উপকূলে ভয়াবহ ফেরিডুবির ঘটনায় অন্তত ৪৩ জন নিখোঁজ রয়েছেন। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে আরও ২০ জনকে।
‘কেএমপি তুনু প্রতমা জয়া’ নামের ফেরিটি বুধবার রাতে পূর্ব জাভার কেতাপাং বন্দর থেকে বালি দ্বীপের গিলিমানুক বন্দরের উদ্দেশ্যে রওনা দেয়। যাত্রার প্রায় ৩০ মিনিট পর এটি সাগরে ডুবে যায় বলে জানায় দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা বিএএসএআরএনএএস।
সংস্থাটি জানায়, ফেরিটিতে ৫৩ জন যাত্রী, ১২ জন কর্মী এবং ২২টি যানবাহন ছিল, যার মধ্যে ১৪টি ছিল ট্রাক।
বানিউয়াঙ্গি জেলার পুলিশপ্রধান রামা সামতামা পুত্রা জানান, “এ পর্যন্ত ২০ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের অনেকেই ঢেউয়ের মধ্যে দীর্ঘ সময় ভেসে থাকার কারণে অচেতন হয়ে পড়েছিলেন।” দুর্ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, নিখোঁজদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে। আবহাওয়া ও সমুদ্রের ঢেউ উদ্ধার কাজে বাধা সৃষ্টি করছে বলে জানা গেছে।