ক্রাইম রিপোর্টার:
রংপুরের নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) রবিউল ফয়সাল ফুলের তোড়া গ্রহণ না করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। বুধবার (২ জুলাই) সকালে সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়ন পরিষদ ও কোতয়ালী থানা পরিদর্শনে গিয়ে তিনি উপস্থিতদের শুভেচ্ছা স্বরূপ দেওয়া ফুলের তোড়া গ্রহণ না করায় জনমনে কৌতূহল সৃষ্টি হয়।
জানা গেছে, জেলা প্রশাসককে বরণ করতে হরিদেবপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দুটি বড় ফুলের তোড়া প্রস্তুত করা হয়। পৃথকভাবে একটি তোড়া কেনেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং একটি তোড়া নিয়ে প্রস্তুত ছিলেন সদর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরাও। কিন্তু ডিসি কারো কাছ থেকেই কোনো ফুলের তোড়া গ্রহণ করেননি।
“ফুল নয়, আমি ফুল দিতেই বিশ্বাসী” – ডিসি
বিষয়টি নিয়ে প্রথমে বিস্ময়ের সৃষ্টি হলেও পরে জানা যায়, দায়িত্ব গ্রহণের পর থেকেই ডিসি রবিউল ফয়সাল ফুলের তোড়া গ্রহণ থেকে বিরত থাকছেন। এমনকি কোনো সভা-সেমিনার বা অনুষ্ঠানে গেলেও তিনি শুভেচ্ছা ফুল না নেওয়ার কৌশল অবলম্বন করেন।
এ বিষয়ে বক্তব্য চাইলে জেলা প্রশাসক বলেন,
“ছাত্র-জনতার অভ্যুত্থানে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আমি বিশ্বাস করি, এখন ফুল নেওয়ার নয় বরং দেওয়ার সময়। তাই আমি কারো কাছ থেকে ফুল গ্রহণ করি না। বরং নিজে ছাত্র-জনতাকে ফুল দিতে চাই।”
জনগণের টাকায় কেনা আনুষ্ঠানিক ফুল না নিয়ে ডিসির এমন সিদ্ধান্ত সাধারণ মানুষের মাঝে ইতিবাচক বার্তা দিয়েছে বলে মনে করছেন সচেতন মহল।