মাহফুজুল হক পিয়াস, ইবি প্রতিনিধি:
চার বছর পার হলেও নতুন নেতৃত্ব না আসায় অচলাবস্থায় রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। ২০২১ সালের ১৬ জুন গঠিত আহ্বায়ক কমিটির মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের ১৬ জুনে। তবে এখনও পর্যন্ত নতুন কোনো কমিটি না আসায় হতাশ হয়ে পড়ছেন দীর্ঘদিনের ত্যাগী ও তরুণ নেতাকর্মীরা।
৩১ সদস্যের এই কমিটির বেশিরভাগ সদস্যই ৩২ থেকে ৩৭ বছর বয়সী, কেউ বিবাহিত, কেউ চাকরিজীবী, কেউ আবার দেশের বাইরেই অবস্থান করছেন। এ নিয়ে ক্যাম্পাসে ‘আদুভাই’ বা ‘চাচ্চু’ তকমাও পেয়েছেন অনেকেই।
নিষ্ক্রিয় নেতৃত্বে অচল সংগঠন
সূত্রে জানা যায়, যুগ্ম আহ্বায়ক শাহানুর, আবু দাউদ, সবুজ, ওমর শরীফসহ একাধিক নেতা এখন চাকরিতে জড়িত। কেউ কেউ একাধিক বছর ধরেই নিষ্ক্রিয়। সদস্য মৃদুল বিদেশে, কয়েকজনকে দলীয় কর্মীরাও চেনেন না।
ছাত্রদলের একাধিক কর্মী অভিযোগ করেছেন, ত্যাগী নেতাকর্মীরা উপেক্ষিত হলেও অচেনা, অনুপস্থিত ব্যক্তিরা পদ পেয়েছেন। কর্মী রোকনুজ্জামান বলেন, “মিছিল-মিটিং করেছি, ত্যাগ দিয়েছি, তবুও পদ পাইনি। অথচ যাদের কেউ চেনেই না, তারাও কমিটিতে জায়গা পেয়েছে।”
২০২১ সালের কমিটি প্রকাশের পরপরই তা প্রত্যাখ্যান করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ। তিনি বলেন, “এই কমিটি অকার্যকর, অযোগ্য ও অপরিচিতদের দিয়ে গঠিত। কেন্দ্রীয় নেতৃত্বকে বারবার জানানো হয়েছে, আশা করি তারা দ্রুত পদক্ষেপ নেবে।”
কমিটির পক্ষের দাবি ও কেন্দ্রের অবস্থান
কমিটির আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “দীর্ঘ সময় দমন-পীড়নের মধ্যে ছিলাম। নতুন কমিটি গঠনে সময় লাগছে, তবে কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় আছি।”
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “জামাত-শিবিরের গোপন প্রভাব ঠেকাতেই অভিজ্ঞদের দিয়ে আহ্বায়ক কমিটি চালু রাখা হয়েছে। তবে খুব শিগগিরই ত্যাগী কর্মীদের মূল্যায়ন করে নতুন কমিটি দেওয়া হবে।”