বরিশাল প্রতিনিধি:
বরিশাল নগরীতে নির্মাণাধীন ভবনের পাঁচ তলা থেকে পড়ে এক নির্মান শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
২/৭/২০২৫ ইং বুধবার বেলা ১ টার দিকে বরিশাল শহরের আলেকান্দা নুরিয়া স্কুলের পিছনের সড়কে এ ঘটনা ঘটে।
নিহত নির্মাণ শ্রমিকের নাম মোঃ নাঈম। বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলায়। তার পিতার নাম আব্দুর রশীদ।
বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শ্রমিক নাঈম ওয়াহিদুজ্জামান নামের এক ব্যক্তির নির্মাণাধীন ভবনটির পাঁচ তলায় কাজ করছিলেন। এসময় তিনি নিচে পড়ে যান। স্হানীয়রা দ্রুত উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। এবং তিনি আরও বলেন এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।