মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও অবিভক্ত ধর্মপাশা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. মোশাহিদ তালুকদার তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রতিবাদ জানিয়ে এক জরুরি সংবাদ সম্মেলন করেছেন।
বুধবার (২ জুলাই) দুপুর আড়াইটায় মধ্যনগর বাজারস্থ নিজ কার্যালয়ে এক লিখিত বক্তব্য পাঠ করে তিনি বলেন, “গত ১ জুলাই মঙ্গলবার একটি কুচক্রী মহল আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার অসৎ উদ্দেশ্যে মধ্যনগর সদরে মানববন্ধনের আয়োজন করে। এতে আমার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগে গোচারণভূমি ও করুয়াজান মৌজার উন্মুক্ত জলাশয় দখলের মিথ্যা অভিযোগ আনা হয়।”
তিনি আরও জানান, “যে জমিকে গোচারণভূমি হিসেবে দাবি করা হচ্ছে, তা মূলত আমার ছোট ভাই মোবাশ্বির আলমের বৈধভাবে ক্রয়কৃত সম্পত্তি। আমাদের কাছে এর সুনির্দিষ্ট কাগজপত্র রয়েছে এবং প্রয়োজন হলে তা যেকোনো দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের সামনে উপস্থাপন করতে প্রস্তুত আছি।”
মোশাহিদ তালুকদার অভিযোগ করেন, “আমার বিরুদ্ধে অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। এটি একটি বিশেষ গোষ্ঠীর রাজনৈতিক ষড়যন্ত্র ও অপচেষ্টার বহিঃপ্রকাশ।”
তিনি এই অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং সকলকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।