সাইফুল ইসলাম, বাউফল প্রতিনিধি:
পটুয়াখালী বাউফলে প্রান্তিক কৃষক ও প্রতিষ্ঠানের মধ্যে বীজ, চারা এবং রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন হয়েছে। গতকাল বুধবার (২ জুলাই) উপজেলা পরিষদ অডিটরিয়ামে বেলা ১২টায় এর কার্যক্রম শুরু হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বাউফল উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম। বিনামূল্যে বীজ, চারা ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন। ওই সময় উপস্থিত ছিলেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান সরকার। কৃষি কর্মকর্তা রেদওয়ান তালুকদার, মো.ফোরকান, বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ ইসাহাকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলা কৃষি অফিসার জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ৩৯৫০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এই প্রণোদনা দেয়া হবে। প্রণোদনায় উফশী আমন, লেবু, আম, নিম, বেল, জাম ও কাঁঠালের চারা বিতরণের পাশাপাশি হাইব্রিড মরিচ ও উফশী শাক-সবজির বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানকে তাল ও নারকেল চারা প্রদান করা হয়। এছাড়া দুপুর ১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে লাল ফিতা কেটে জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়। মেলায় তিনটি স্টলে দেশীয় আম, জাম, কাঁঠাল, লিচু, কলাসহ বিভিন্ন ফলের সমাহার ছিল। উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব বীজ, চারা ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।