এসএমই খাতের ক্লাস্টারভিত্তিক উন্নয়নের তাৎপর্য, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে প্রতিবেদন করে এসএমই ফাউন্ডেশন–ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫ পেয়েছেন দৈনিক সমকালের জ্যেষ্ঠ সাংবাদিক জসিম উদ্দিন বাদল।
বুধবার (২ জুলাই) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে এক আয়োজনে তার হাতে ক্রেস্ট ও সম্মাননার চেক তুলে দেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
প্রথমবারের মতো আয়োজিত এই মিডিয়া অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় ৮২টি প্রতিবেদন জমা পড়ে। এর মধ্য থেকে ১০টি শ্রেণিতে ২১ জন সাংবাদিককে পুরস্কারের জন্য বাছাই করা হয়।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে আরও ছিলেন—জিয়াদুল ইসলাম (আমাদের সময়) ও রিমন রহমান (যমুনা টিভি) – এসএমই খাতে বিনিয়োগ ও অর্থায়নের সংকট বিষয়ে। রফিকুল ইসলাম (ডেইলি সান) ও রাকিব হোসেন (চ্যানেল ২৪) – এসএমই পণ্যের রপ্তানির সম্ভাবনা নিয়ে। ফারহান ফেরদৌস (ফিনান্সিয়াল এক্সপ্রেস) ও দিনার সুলতানা (বিটিভি) – বাজেটে এসএমই-সহায়ক নীতি বিষয়ে। রেজাউল করিম (ফিনান্সিয়াল এক্সপ্রেস) ও গিয়াস উদ্দিন (বাণিজ্য প্রতিদিন) – বাজারজাতকরণের চ্যালেঞ্জ নিয়ে। মো. গোলাম মইনুল হাসান (বাংলাভিশন), মোহাম্মদ সাইফুল ইসলাম (ফিনান্সিয়াল এক্সপ্রেস) ও রহিম শেখ (দৈনিক রূপালী বাংলাদেশ) গবেষণা ও পরিসংখ্যানের গুরুত্ব তুলে ধরায় পুরষ্কৃত হয়েছেন নাজমুল হোসেন (জাগোনিউজ) – ক্লাস্টারভিত্তিক উন্নয়ন বিষয়ে।
মোহাম্মদ জাহিদুল ইসলাম (ফিনান্সিয়াল এক্সপ্রেস) ও জেসমিন মলি (বিডিনিউজ২৪) – এসএমই ফাউন্ডেশনের ভূমিকা তুলনামূলক বিশ্লেষণে।
এফএইচএম হুমায়ুন কবির (ফিনান্সিয়াল এক্সপ্রেস) ও হাসান আরিফ (রূপালী বাংলাদেশ) – কর্মসংস্থান ও বেকারত্ব নিরসনে এসএমই খাত।
শফিকুল ইসলাম (ঢাকা পোস্ট) ও মরিয়ম সেঁজুতি (আজকের দৈনিক) – নারী উন্নয়নে এসএমই খাতের ভূমিকা। মৌসুমী ইসলাম (ডেইলি সান) ও শাহ আলম খান (আজকের পত্রিকা) – এসএমই খাতে প্রযুক্তি ও চতুর্থ শিল্পবিপ্লব নিয়ে।
ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, যমুনা টিভির প্রধান বার্তা সম্পাদক মো. তৌহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মফিজুর রহমান এবং এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ মোরশেদ আলম।