এশিয়ান কাপ বাছাইপর্বে আজ ইতিহাস গড়ার দারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ নারী ফুটবল দল। শক্তিশালী মিয়ানমার-এর বিপক্ষে এই ম্যাচ জিতলে মূল পর্বে খেলার স্বপ্ন অনেকটাই বাস্তবের কাছাকাছি পৌঁছে যাবে পিটার বাটলারের শিষ্যদের জন্য। আর সেই লক্ষ্যেই দুর্দান্ত সূচনা করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের ১৯তম মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। এর আগে ১৮তম মিনিটে ডানদিক দিয়ে দারুণ ড্রিবল করে প্রতিপক্ষের বক্সের দিকে এগোচ্ছিলেন শামসুন্নাহার। বক্সের ঠিক বাইরে তাকে ফাউল করে থামায় মিয়ানমার রক্ষণভাগ। ফলে পায় ফ্রি কিকের সুবর্ণ সুযোগ।
সেই ফ্রি কিক থেকে সরাসরি গোল না হলেও সুযোগের সদ্ব্যবহার করেন ঋতুপর্ণা চাকমা। তাঁর নেওয়া প্রথম শটটি মিয়ানমারের মানব-দেয়ালে বাধা পেলেও ফিরতি বলে কোনাকুনি দারুণ এক শটে বল পাঠিয়ে দেন জালে। হতভম্ব মিয়ানমার গোলরক্ষক কিছুই করতে পারেননি।
প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দেওয়া একাদশেই আস্থা রেখেছেন কোচ পিটার বাটলার। শক্তিশালী মিয়ানমারের বিপক্ষেও একই দল নামানোর কৌশল যেন আত্মবিশ্বাসের বার্তা দেয়।
সমানতালে দুই দলের শুরু, তাই এই ম্যাচে চোখ সবার
এই গ্রুপে দুটি দলই বাছাইপর্ব শুরু করেছে গোলবন্যা দিয়ে—
মিয়ানমার ৮-০ গোলে হারিয়েছে তুর্কমেনিস্তানকে,
বাংলাদেশ ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বাহরাইনকে।
ফলে এই ম্যাচের জয়ী দলই অনেকটাই নিশ্চিত করে ফেলবে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা।