পাকিস্তান ও ভারতের উত্তরাঞ্চলে চলমান ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় এখন পর্যন্ত মোট ৭৩ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২ জুলাই) তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (NDMA) জানিয়েছে, ২৬ জুন থেকে দেশজুড়ে বৃষ্টিপাতজনিত ঘটনায় ৬৩ জন নিহত এবং ১০০ জনের বেশি আহত হয়েছেন। শুধু গত ২৪ ঘণ্টায়ই প্রাণ হারিয়েছেন ৬ জন, আহত ১৪ জন।
নিহতদের মধ্যে:
পাঞ্জাব প্রদেশে: ২১ জন (১১ শিশু)
খাইবার পাখতুনখোয়া: ২২ জন (১০ শিশু ও ৫ নারী)
সিন্ধু প্রদেশে: ১৫ জন
বেলুচিস্তানে: ৫ জন
দেশের বহু অঞ্চলে এখনও মৌসুমি বায়ুর সক্রিয়তা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ প্রশাসন। নিচু এলাকা ও ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যাহত হচ্ছে যান চলাচল।
ভারতে প্রাণহানি ১০, নিখোঁজ ৩৪
ভারতের উত্তরাঞ্চলীয় হিমাচল প্রদেশে ভয়াবহ মেঘভাঙা বৃষ্টি ও আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন ৩৪ জন।
জরুরি অপারেশন সেন্টার জানিয়েছে, গত ৩২ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন এলাকা থেকে ৩৫০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।
১৬টি এলাকায় ভারী বৃষ্টিপাত ও ৩টি এলাকায় আকস্মিক বন্যার ঘটনা ঘটেছে। পাকিস্তান ও ভারতে সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকাল থাকে। এই সময়ে প্রাকৃতিক দুর্যোগ—বিশেষ করে বন্যা ও ভূমিধস—প্রায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
সতর্কতা জারি করেছে দুই দেশের প্রশাসন, এবং বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।