দুর্নীতি দমন কমিশন (দুদক) ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ক্রয়ে বড় ধরনের আর্থিক অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে। বুধবার (২ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সহকারী পরিচালক রাকিবুল হায়াৎ তাদের জিজ্ঞাসাবাদ করেন।
জিজ্ঞাসাবাদে উপস্থিত ছিলেন ইসির উপসচিব ফরহাদ হোসেন, সিস্টেম অ্যানালিস্ট ফারজানা আখতার ও তৎকালীন সিনিয়র মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফ হোসেন। এছাড়াও মোট ছয়জন কর্মকর্তা তলব করা হয়েছিল।
দুদকের অভিযোগ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাসহ সংশ্লিষ্টরা টেন্ডার ছাড়াই ও সরকারি আর্থিক বিধি লঙ্ঘন করে বাজারমূল্যের প্রায় ১০ গুণ বেশি দামে ইভিএম ক্রয় করেন। প্রতিটি মেশিনের মূল্য ছিল প্রায় দেড় লাখ টাকা, যার ফলে সরকারের প্রায় ৩,১৭২ কোটি টাকা ক্ষতি হয়েছে।
দুদক জানিয়েছে, অভিযোগের প্রাথমিক সত্যতা তাদের অনুসন্ধানে মিলেছে এবং তদন্ত চলছে।