নীলফামারী প্রতিনিধি শাহজাহান আলী মনন:
দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানায় শ্রমিকদের প্রশিক্ষণ ভাতা প্রদানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নিয়ম অনুযায়ী অংশগ্রহণের সম্মানী ভাতা ছাড়াও প্রশিক্ষণের সময় নাস্তা ও লাঞ্চ করানো হয়। কিন্তু এবারে বরাদ্দ থাকা সত্ত্বেও কারখানা কর্তৃপক্ষ খাদ্য পরিবেশন করেনি, ফলে শ্রমিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয় এবং একদিন কর্মবিরতি পালন করা হয়।
কারখানা সূত্র জানায়, প্রতি বছর ‘ইন হাউজ ট্রেনিং’ এর জন্য ২০ লাখ টাকা বরাদ্দ থাকে। এবার ২৮টি সপের প্রায় ৬৫০ শ্রমিক প্রশিক্ষণে অংশ নেন। প্রত্যেককে মাত্র ৫০০ টাকা করে দেওয়া হয়েছে, তবে খাবারের জন্য বরাদ্দ অর্থ দেওয়া হয়নি।
একজন শ্রমিক শামীম বলেন, আগে প্রশিক্ষণ ভাতা ও খাবারের জন্য মোট এক হাজার টাকা পাওয়া যেত, কিন্তু এবার শুধু অর্ধেক টাকা দেওয়া হয়েছে এবং বাকিটা আত্মসাৎ হয়েছে বলে অভিযোগ করেন।
অন্য শ্রমিকরা বলেন, একজনের প্রাপ্য অর্থ অন্যদের জন্য খরচ করা ঠিক নয়। কারখানা কর্তৃপক্ষের উচিত নিজস্ব তহবিল থেকে খরচ করা। যদি না হয়, তাহলে তারা আন্দোলনের পথে যাবে।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্বাবধায়ক শাহ সুফি নুর মোহাম্মদ জানান, বরাদ্দের অর্ধেক অর্থ ইতোমধ্যে খরচ হয়েছে। বাকিটা দিয়ে সাড়ে ৬০০ শ্রমিককে ৫০০ টাকা করে দেওয়া হয়েছে। খাবারের জন্য জমা রাখা অর্থ দিয়ে সবাই মিলে একবার বড় আয়োজন করা হবে এবং এটি ভবিষ্যতে নিয়ম হিসেবে চালু থাকবে। ট্রেড ইউনিয়ন নেতাদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এতে কেউ দ্বিমত রাখতে পারবেন না।