মোঃ মনির হোসেন সোহেল, চাটখিল প্রতিনিধি:
গ্রামের খেতখামার থেকে শুরু, তারপর বিকেএসপি হয়ে পেশাদার কোচিং — ক্রিকেটে এক অনন্য যাত্রা পাড়ি দিয়েছেন ইয়াছিন। নোয়াখালীর চাটখিল উপজেলার সিংবাহুড়া গ্রামের মোল্লা বাড়ির সন্তান ইয়াছিন এখন একজন স্বনামধন্য ক্রিকেট কোচ ও একাডেমি প্রতিষ্ঠাতা।
শিক্ষাজীবন শুরু হয় খিলপাড়া উচ্চ বিদ্যালয় থেকে। বিদ্যালয়ের পক্ষে উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে শুরু হয় তার ক্রিকেটজীবন। পরে ঢাকায় বিকেএসপিতে সুযোগ পান এবং ডিভিশনাল ক্রিকেটেও নিজেকে মেলে ধরেন।
২০১৪ সালে ক্রিকেট খেলোয়াড় থেকে কোচ হিসেবে নতুন এক অধ্যায়ের সূচনা করেন ইয়াছিন। এরপর উত্তরা ফ্রেন্ডস ক্লাব, জাগরণী ক্রিকেট একাডেমি, শেখ রাসেল ক্রিকেট একাডেমি, মিরপুর সিটি ক্লাব ও উত্তরা বেঙ্গল টাইগার ক্রিকেট একাডেমিতে কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।
নিজ হাতে গড়া “আসওয়াদ স্পোর্টস ক্রিকেট একাডেমি”, যা ২০১৬ সাল থেকে ঢাকার উত্তরায় পরিচালিত হচ্ছে, সেটিকে ঘিরেই এখন তার মূল পরিকল্পনা। এখান থেকেই বেরিয়ে এসেছে একাধিক প্রতিভাবান খেলোয়াড়। একাডেমির শিক্ষার্থী শেখ আতিকুর রহমান আকাশ ধারাবাহিকভাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৭ জাতীয় দল এবং শ্রীলঙ্কা সফরের দলে জায়গা করে নেয়। ২০২৫/২৬ সালে আকাশের নেতৃত্বে ঢাকা মেট্রো অনূর্ধ্ব-১৬ দল জাতীয় চ্যাম্পিয়ন হয়।
একাডেমি থেকে ইতোমধ্যে ৬–৭ জন খেলোয়াড় ঢাকা মেট্রোতে বিভিন্ন বয়সভিত্তিক দলে সুযোগ পেয়েছেন। এদের মধ্যে কয়েকজন প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিভাগ ক্রিকেটেও অংশ নিচ্ছেন। সম্প্রতি ইয়াসিন আরাফাত অনূর্ধ্ব-১৬ দলে স্কিল ক্যাম্পসহ একাধিক পর্যায়ে অংশগ্রহণ করে এবং জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন দলের অংশ হন।
নোয়াখালীর এই সন্তান নিজেও একসময় অনূর্ধ্ব-১৮ জেলা দলের খেলোয়াড় ছিলেন। এখন নিজেকে নিবেদিত রেখেছেন ক্রিকেট প্রশিক্ষণে। ভবিষ্যতে নিজ জেলা নোয়াখালী দলের সাথেও কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
ইয়াছিন জানান, “বাংলাদেশ ক্রিকেটে নতুন প্রতিভা তুলে আনার লক্ষ্যে আমি কাজ করে যেতে চাই। নিজ জেলা, নিজ দেশ—এই ভালোবাসা থেকেই আমার এই পথচলা।”