হুমায়ুন কবির, গৌরীপুর:
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাজ্জাদুল হাসানকে বিদায় সংবর্ধনা প্রদান করেছে গৌরীপুর অফিসার্স ক্লাব। সোমবার (২ জুলাই) বেলা ১২টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা এবং সঞ্চালনায় ছিলেন একাডেমিক সুপারভাইজার কমল রায়। অনুষ্ঠানে ইউএনও’র কর্মদক্ষতা, মানবিক আচরণ ও প্রশাসনিক নেতৃত্বের প্রশংসা করেন বক্তারা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হক, উপজেলা জামায়াতের আমীর মাওলানা বদরুজ্জামান, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন ও সাধারণ সম্পাদক শেখ মো. বিপ্লব।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, এলজিইডি প্রকৌশলী, সিনিয়র মৎস্য কর্মকর্তা, খাদ্য কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিববৃন্দ।
বিদায়ী বক্তব্যে ইউএনও এম সাজ্জাদুল হাসান তাঁর দায়িত্ব পালনকালীন অভিজ্ঞতা তুলে ধরেন এবং সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।