‘কাঁটা লাগা’ গানের মাধ্যমে যিনি রাতারাতি সারা ভারতে পরিচিত হয়ে উঠেছিলেন, সেই অভিনেত্রী ও নৃত্যশিল্পী শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যুতে স্তব্ধ বলিউডসহ তার ঘনিষ্ঠজনেরা। আনন্দবাজার অনলাইন জানিয়েছে, শেফালির মৃত্যু হৃদরোগে, না কি রক্তচাপ হঠাৎ কমে যাওয়ায়—তা নিয়ে চিকিৎসকদের মধ্যে চলছে আলোচনা।
শেফালির মৃত্যু মেনে নিতে পারছেন না তার স্বামী অভিনেতা পরাগ ত্যাগী। ভেঙে পড়েছেন তিনি। বিষন্নতায় ডুবে আছেন শেফালির সাবেক স্বামী, সংগীত প্রযোজক হরমিত সিংহও। প্রাক্তন হলেও, শেফালির মৃত্যু তাকে মর্মাহত করেছে। তিনি জানিয়েছেন, “সেদিন শেষবার দেখা হয়েছিল বাংলাদেশ সফর শেষে ভারতে ফেরার পথে। বিমানে শেফালির পাশেই বসেছিলাম। ঘণ্টার পর ঘণ্টা কথা হয়েছিল আমাদের মধ্যে।”
২০০৪ সালে হরমিত সিংহের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শেফালি। তবে মাত্র পাঁচ বছর পর সেই সম্পর্ক ভেঙে যায়। বিচ্ছেদের আগে হরমিতের বিরুদ্ধে মানসিক ও আর্থিক নির্যাতনের অভিযোগ আনেন শেফালি। এমনকি একাধিক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সেই দাম্পত্য ছিল অত্যন্ত অসুখী।
তবে সম্পর্কের তিক্ততা থাকা সত্ত্বেও পরবর্তীতে শেফালি ও হরমিতের মাঝে একটি সৌজন্যমূলক সম্পর্ক গড়ে উঠেছিল। বিভিন্ন অনুষ্ঠানে দেখা হলে তারা স্বাভাবিকভাবে কথা বলতেন বলে জানান হরমিত।