প্রখ্যাত সংগীতশিল্পী জীনাত রেহানা আর নেই। আজ মঙ্গলবার (২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, শিল্পীর প্রথম নামাজে জানাজা আজ যোহরের নামাজের পর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৩টায় চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজা। জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
১৯৬৪ সালে জীনাত রেহানা বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে সংগীতজগতে পথচলা শুরু করেন। ১৯৬৮ সালে বেতারে রেকর্ড হওয়া তার গান ‘সাগরের তীর থেকে’ প্রচারের সঙ্গে সঙ্গেই শ্রোতাদের হৃদয় জয় করে নেয় এবং ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
আধুনিক গান থেকে আধ্যাত্মিক গান এবং ছোটদের গান—সব ক্ষেত্রেই তার দক্ষতা ও সৃষ্টিশীলতা ছিল অনন্য। সংগীতের এই বহুমাত্রিকতায় তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন একজন গুণী ও সম্মানিত শিল্পী হিসেবে।
জীনাত রেহানার স্বামী ছিলেন প্রয়াত টেলিভিশন ব্যক্তিত্ব মোস্তফা কামাল সৈয়দ।