ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম গ্রামে এক মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে গেছে একটি পরিবার। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে মো. সুরুজ্জামান (৬০) এর বসতঘরে হঠাৎ আগুন লাগে, যা মুহূর্তেই পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে পুড়ে গেছে নগদ ৫ লক্ষ টাকা, একটি গরু ও একটি ছাগল। এছাড়াও আরও চারটি গরু দগ্ধ হয়েছে এবং ঘরে থাকা হাঁস-মুরগি আগুনে পুড়ে মারা গেছে। পুড়ে গেছে জমির দলিল, শিক্ষাগত সনদসহ ঘরে থাকা সকল মূল্যবান কাগজপত্র ও মালামাল।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রতিবেশীরা তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা করে। তবে ফায়ার সার্ভিসকে খবর দিলেও তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বসতঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে স্থানীয় ইউপি সদস্য আব্বাস আলী বলেন, “এই পরিবারের ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল। এখন তারা চরম দুরবস্থার মধ্যে রয়েছে।”
আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। স্থানীয়রা বলছেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া প্রয়োজন।
এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্রুত সরকারি সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন।