ক্রিকেটজীবনের পুরোটা জুড়েই ‘ক্যাপ্টেন কুল’ নামে পরিচিত ছিলেন মহেন্দ্র সিং ধোনি। মাঠে ঠাণ্ডা মাথার নেতৃত্ব, কঠিন সময়েও চোয়ালবদ্ধ স্থিরতা—সব মিলিয়ে এই উপাধি যেন হয়ে উঠেছিল তার নামেরই আরেক অংশ। এবার সেটিকে আইনি বৈধতা দিতে চলেছেন তিনি। ভারতের ট্রেডমার্ক রেজিস্ট্রি সম্প্রতি ধোনির ‘ক্যাপ্টেন কুল’ ট্রেডমার্ক আবেদন গ্রহণ ও প্রকাশ করেছে।
২০২৩ সালের জুনে ধোনি এই ট্রেডমার্কের জন্য আবেদন করেছিলেন। তবে তখন জানানো হয়, প্রভা স্কিল স্পোর্টস (ওপিসি) প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান ইতোমধ্যেই এই নামে রেজিস্ট্রেশন নিয়েছে। ধোনি অভিযোগ করেন, তার খ্যাতি ও জনপ্রিয়তাকে বাণিজ্যিকভাবে কাজে লাগানোর চেষ্টা করছে ওই প্রতিষ্ঠানটি।
প্রায় চারটি শুনানি শেষে চলতি বছরের ১৬ জুন ধোনির আবেদন মঞ্জুর করে ট্রেডমার্ক রেজিস্ট্রি। এই ট্রেডমার্কটি ‘ক্লাস ৪১’-এর আওতায় পড়েছে, যা মূলত খেলাধুলার প্রশিক্ষণ, বিনোদন এবং সংশ্লিষ্ট পরিষেবাকে বোঝায়। এখন থেকে ১২০ দিনের মধ্যে কেউ যদি আপত্তি না তোলে, তাহলে আনুষ্ঠানিকভাবে ধোনিই হবেন ‘ক্যাপ্টেন কুল’ নামের একমাত্র মালিক।
এদিকে মাঠের দিকেও ধোনির আলোচনার ঝড় থামেনি। ২০২৫ আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন তিনি। শুরুতে সাধারণ খেলোয়াড় হিসেবে নামলেও, রুতুরাজ গায়কওয়াড়ের চোটে মাঝপথে দলের নেতৃত্ব নিতে হয় তাকে। তবে তার নেতৃত্বেও চেন্নাই দলকে রক্ষা করা যায়নি। ১৬ বছরের আইপিএল ইতিহাসে প্রথমবারের মতো লিগের একেবারে তলানিতে থেকে মৌসুম শেষ করেছে দলটি।
তবে হতাশার মধ্যেও অর্জন রয়েছে। এ মাসের শুরুতে ৪৩ বছর বয়সে ধোনিকে আইসিসি হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহু আগেই অবসর নিলেও ঘরোয়া ক্রিকেটে এখনও সক্রিয় ধোনি। তিনি নিজেই জানিয়েছেন, আইপিএল ২০২৬-এও খেলার সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না।